মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: বঙ্গবন্ধু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৪, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:
‌বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তোমার সহ‍্য হয়নি বাঙালির অপমান।

তুমিই রক্ষা করেছিলে বাঙালির মান,
অবশেষে বাঙালিরাই নিল তোমার প্রাণ,
বাঙালির কাছ থেকে পাওয়া এই তার প্রতিদান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি মর নাই।
তুমি আছ বাঙালির কোটি মানুষের ভাবণায়,
কোটি মানুষের ভীড়ে, তুমি আছ নীড়ে।
তোমার স্বপ্নকে মানুষ লালন করতেছে ধীরে ধীরে।

প্রতিটি কাজের ভীড়ে,তোমাকে পাইযে ফিরে নেতৃত্ব দান থেকে শুধু করে রাষ্ট্র পরিচালনার সব গুণ শুধু তোমাকেই ঘিরে।
তোমার সম্মোহনী শক্তিই মানুষদের কে করতে শিখিয়েছে ভক্তি।
তোমার কথার প্রতিটি উক্তি,
মানুষদের কে দিয়েছে একি অপূরণীয় শক্তি।

তুমিই রক্ষা করেছিলে বাঙালি জাতির ভাব মূর্তি।
বঙ্গবন্ধু শেখ মুজিব,
তুমি রোপন করেছিলে বাঙালি জাতির বীজ।
বাঙালি জাতিকে পরিচয় দিতে শিখিয়েছন নিজ।
আজ বাঙালি পরিচয়ে গর্বিত বাংলাদেশের প্রতিটি নাগরিক।

লেখক:
ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য : বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আর পড়তে পারেন