সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক
কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ ২ যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) ও একই গ্রামের মৃত. সামসু মিয়ার ছেলে মিজান (৩১)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।