বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির সাংবাদিকদের সাথে পিআইবি মহাপরিচালকের মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন কুমিল্লার কৃতি সন্তান ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি) মহাপরিচালক মহাপরিচালক মোঃ জাফর ওয়াজেদ।

১৯ জুলাই শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দি প্রেসক্লাব(গৌরীপুর) মিলনায়তনে এই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারীর সঞ্চালনায় বক্তব্যে পিআইবির নানা কর্মসূচীর কথা তুলে ধরে মহাপরিচালক বলেন, সাংবাদিক পেশাদারিত্বে মানসিকতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। তিনি বলেন, সাংবাদিকতা মহৎ ও সম্মানজনক পেশা। এ পেশায় অন্যান্য পেশা থেকে ঝুঁকিও বেশী। সততা, সাহস ও পেশাদারিত্ব ছাড়া এ পেশায় টিকে থাকা যাবেনা। অপেশাদার, কথিত সাংবাদিকদের কারণে সাংবাদিকতা পেশার মান মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তাই তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে এ পেশার মান বাড়াতে হবে।

আর পড়তে পারেন