বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১, ২০২০
news-image

শরীফুল ইসলাম ,চান্দিনা ঃ
চান্দিনা উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও মাদ্রাসায় উৎসব মোখর ও আনন্দঘন পরিবেশে বই উৎসব হয়।

বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে দিন ব্যাপী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। প্রধান অতিথি বলেন- ‘শতভাগ শিক্ষিত জাতি গঠনের মধ্য দিয়েই আলোকিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। যা পৃথিবীর ইতিহাসে একমাত্র উদাহরণ।’

চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বই উৎসবে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, সাফিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজা, উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ্ আল মামুনম কেরনখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র দেবনাথ।

অনুষ্ঠান সঞ্চালন করেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বক্সী। পরে পৌর এলাকার পূর্ব বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি সভাপতি ও পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম এর সভাপতিত্বে, কেরনখাল উচ্চ বিদ্যালয় মাঠে কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে, জোয়াগ উচ্চ বিদ্যালয় মাঠে ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল এর সভাপতিত্বে বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি।

আর পড়তে পারেন