Tag Archives: ajker comilla

ওয়ান-ইলেভেনের কথা

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার:

ওয়ান-ইলেভেনের মতো বিএনপিকে লক্ষ্য করে দেশকে বিরাজনৈতিকীকরণের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, তাঁরা এখনো ওয়ান-ইলেভেনের কথা ভুলে যাননি। তাই আবার যখন ওই চেহারাগুলো সামনে আসে, তখন যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, প্রশ্ন এসে যায়। একই সঙ্গে নির্বাচন প্রশ্নে অতিদ্রুত সংলাপের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের সাম্প্রতিক একটি বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সংখ্যালঘু নির্যাতন ও দখল নিয়ে বিএনপিকে লক্ষ্যবস্তু করে প্রচারণা চালানো হচ্ছে। আবারও এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে বিরাজনৈতিকীকরণের চেষ্টা থেকে এ কাজগুলো করা হচ্ছে।

২০০৭ সালের সেনা সমর্থিত এক-এগারো সরকারের প্রসঙ্গ তুলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো ভুলে যাইনি এক-এগারোর সময় কারা চেষ্টা করেছিল বিরাজনৈতিকীকরণের। এমনকি ওই সময় আমাদের দলকে পর্যন্ত পুরোপুরি বাতিল, নিশ্চিহ্ন করার চেষ্টাও হয়েছিল। এ কথাগুলো তো আমরা ভুলতে পারি না। আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, আমার দেশের কল্যাণের জন্য এ কথাগুলো আমার মনে রাখতে হবে।’

বর্তমান সরকারের মধ্যে বিরাজনৈতিকীকরণের কোনো লক্ষণ দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এমন লক্ষণ দেখছি না। আমি সতর্ক করছি। কিছু চেহারা আছে তো? এ চেহারাগুলো দেখলে আমরা ভয় পাই।’

তিনি বলেন, ‘যাঁদের কোনো দিন দেখা যায়নি, তাঁরা সামনে চলে আসছেন।’ বিএনপি মহাসচিব বলেন, ‘হঠাৎ করে ওই ব্যক্তিগুলো মিডিয়ায় সামনের পেজে চলে আসছেন।

তাঁদের বক্তব্য, থিওরি প্রচার করছেন। আমি কারো নাম বলতে চাই না। আমার মনে হয়, এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো বিষয় নয়।’

দুই দিন আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় এক কর্মসূচিতে বর্তমান বন্যা পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি এবং দখলদারির বিষয়ে কথা বলেন। ওই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি আগেই বলেছি, এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত। কারণ আমরা তো এক-এগারোর কথা ভুলে যাইনি।

যাদের জনসমর্থন নেই, জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে; তারা এ ধরনের বিভিন্ন চিন্তা-ভাবনা করে, আমি কোনো দলের নাম বলছি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের লড়াইটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। সেটার জন্যই তো নির্বাচন। এটা তো আমাদের অধিকার। আমরা তো নির্বাচনের জন্যই এত দিন লড়াই করেছি, সংগ্রাম করেছি।’

জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, এমন বক্তব্য না দিতে সবার প্রতি অনুরোধ জানান বিএনপির মহাসচিব।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো, তার জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি। ওই দলগুলোর অনেককে আন্দোলনে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। এমনকি তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করব না।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার এসেছে একটি আন্দোলন-বিপ্লবের মধ্য দিয়ে। অবশ্যই এই সরকারকে যৌক্তিক সময় দিতে হবে। তার জন্য সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি, করব, যত দিন সরকার সঠিক পথে থাকবে।’

কারো নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, ‘আমি যদি মনে করি, একজন ব্যক্তি একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবে; আমার ওই চিন্তা সঠিক হবে না। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। সংস্কারের দাবি তো আমরাই তুলেছি। আমরা ৩১ দফা দিয়েছি। ৩১ দফা থেকে কমিয়ে ১০ দফা হয়েছে, ১০ দফা থেকে এক দফা হয়েছে। এটা নিয়ে আমরা আন্দোলন করেছি, সারা বাংলাদেশ চষে বেড়িয়েছি। আমরা তো সংস্কার চাই। তবে সেই সংস্কারটা অবশ্যই হতে হবে জনগণের সমর্থন নিয়ে।’

অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র মেরামতের জন্য ‘যৌক্তিক’ সময় দেওয়ার কথা বলেছে বিএনপি। সেই যৌক্তিক সময় কতটা, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এ জন্যই আলোচনা দরকার। যৌক্তিক সময়ের ধারণা নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে। আমরা কী চাই, উনারা কী চান, জনগণ কী চায়, একটা আলাপ-আলোচনা তো হতে হবে। সে জন্য বলেছি, বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর অতিদ্রুত আলোচনা হওয়া দরকার। খুব জোর দিয়ে বলেছি, আজকেও বলছি। নইলে ভুল-বোঝাবুঝি তৈরি হয়।’

সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আদেশ প্রত্যাহার করে নিচ্ছে, এ নিয়ে একজন সাংবাদিক প্রতিক্রিয়া জানতে চান। জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, সে যে দলই হোক। আমাদের সংবিধানে যেকোনো ব্যক্তির অধিকার রয়েছে সংগঠন করার। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে থাকতে হবে। আমার বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করে না, সে ধরনের দলকে তো সমর্থন করা যাবে না। কিন্তু আমরা মনে করি, মানুষের অধিকার আছে একটা সংগঠন তৈরি করার, রাজনীতি করার।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব নস্যাৎ করার জন্য এবং বিএনপির অবদান খাটো করতে পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। এই বিপ্লব ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্র আছে। আপনারা দেখবেন, বিদেশ থেকে, বিশেষ করে ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে যে বিপ্লব সংঘটিত হয়েছে সেটা তারা নস্যাৎ করতে চায়। কতগুলো রাজনৈতিক ইস্যুকে তারা সাম্প্রদায়িক ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

বিএনপির মহাসচিব আরো বলেন, ‘প্রথম দিকে তারা যে সংখ্যালঘু নির্যাতনে প্রচার চালিয়েছিল, এর বোধ হয় ১-২ পারসেন্টও সঠিক নয়। দ্বিতীয়ত হচ্ছে, দখলদারি। এগুলো কিন্তু অপপ্রচার। আমি বলতে বাধ্য হচ্ছি, আবার আগের মতো এক-এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করে এই কাজগুলো করা হচ্ছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা ১৫ বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। মনে রাখতে হবে, গণতন্ত্রে নির্বাচিত সংসদ ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

ওয়ান-ইলেভেনের কথা তো আমরা ভুলতে পারি না: মির্জা ফখরুল

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে মাছ ধরতে জাল বেচাকেনার ধুম

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে মাছ ধরার জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে  হাটবাজারগুলোতে। গত বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর বাজার ও ধান্যদৌল বাজারে ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ জালের দোকানে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষজন। নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন ধরনের জাল কিনছেন।

জানা গেছে, টানা বর্ষণ, উজানের ঢল এবং গোমতী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। ২০ বছর পর এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে এখানকার মানুষ। চারদিকে পানিতে থইথই, ভেসে গেছে পুকুর, খাল ও নদীর মাছ। এই মাছ ধরতে স্থানীয়রা ঝাঁকি, কনুই, ম্যাজিকসহ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করছেন। ফলে হাটবাজারগুলোতে মাছ ধরার জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

দুলালপুর এলাকার বাসিন্দা বশির আহমেদ জানান, “ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জাল কেনার জন্য বাজারে এসেছি, দরদাম করে দুটো ম্যাজিক এবং একটি কনুই জাল কিনব।”

অন্যদিকে, নাগালই এলাকার হিরন মিয়া বলেন, “এ বছর বন্যায় পুকুরের সব মাছ বেরিয়ে গেছে। বন্যার পানিতে মাছ ধরতে একটি ভেসাল জাল পাতছি, আরও একটি কিনতে এসেছি।”

জাল বিক্রেতা আলতাফ হোসেন বলেন, “এ বছর জালের চাহিদা খুব বেশি। বিশেষ করে কনুই, ম্যাজিক এবং ভেসাল জাল বেশি বিক্রি হচ্ছে। এমন বন্যার পরিমাণে জালের চাহিদা আমার ব্যবসায়ী জীবনে আগে কখনো দেখিনি।”

মৌসুমি ব্যবসায়ী শাহ আলম জানান, “জালের চাহিদা এত বেশি যে সরবরাহের চেয়ে বেশি বিক্রি করছি। ২৯টি জাল বিক্রি করেছি, এবং সব বাজারেই জালের চাহিদা রয়েছে।”

সনাতন ধর্মাবলম্বীদের খাবার বিতরণ

চৌদ্দগ্রামে আশ্রয়কেন্দ্রের ৮ শতাধিক মানুষের মাঝে সনাতন ধর্মাবলম্বীদের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বানভাসী আট শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়, সাঙ্গিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেক্স ডায়গস্টিক সেন্টার আশ্রয় কেন্দ্রের নারী-পুরুষের মাঝে পশ্চিম সাঙ্গিশ্বর শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পক্ষ থেকে এ খাবার বিতরণ হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন গোপাল দেবনাথ, পরিমল চন্দ্রশীল, সুবাস চন্দ্রশীল, জয়দেব নাথ, আনিক দেবনাথ, গনেশ চন্দ্রশীল, মানিক চন্দ্র দেবনাথ, দীলিপ চন্দ্রশীল, কার্তিক চন্দ্রশীল, অর্জুন চন্দশীল, রঞ্জিত চন্দ্রশীল, সুনীল চন্দ্রশীল প্রমুখ।

ফেনী সরকারি কলেজের ছাত্র বাসু দেবনাথ বলেন, সনাতন ধর্মের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা ৮ শতাধিক লোকের মাঝে খাবার বিতরণ করে নিজেকে ধন্য মনে করছি। ভগমানের কাছে আহবান জানাই সবাই যেন ভালো থাকে।

নীরব চন্দ্রশীল বলেন, সাম্প্রদায়ক সম্প্রীতির দেশ বাংলাদেশে এখানে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলমান আমরা সকলেই ভাই ভাই। আজকের এই বন্যার আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে সনাতন ধর্মের পক্ষ থেকে খাবার বিতরণ করে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সকলের সাথে কাধে-কাধ রেখে চলতে পারি।

শুভ্র দেবনাথ বলেন, বিবেকের তারনায় আমরা পশ্চিম সাঙ্গিশ^র শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা সকল ধর্মের মানুষের মাঝে বুধবার দুপুর বেলার খাবার দিতে খুবই ভালো লাগছে। ভগবান সকল ধর্মের মানুষদেরকে আর্শিবাদ করুক।

আশ্রয় কেন্দ্রে থাকা এয়াকুব আলী বলেন, গত কয়েকদিন খেচুড়ি ও শুকনো খাবার খেয়ে আসছি। আজকে(বুধবার) সনাতন ধর্মের পক্ষ থেকে সাদা ভাত ও রান্না করা মোরগ তরকারি দিয়ে খেতে পেরে খুব ভালো লাগছে।

আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন বলেন, ধোড়করা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মের পক্ষ সাদা ভাত, সবজি ও রান্না করা মুরগির মাংস দুপুর খাবার হিসেবে দেয়অ হয়েছে। সাঙ্গিশ্বর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ জানাই।

কুমিল্লার মানুষকে ইতর

কুমিল্লার মানুষকে ইতর বলে কেন জানেন?

কুমিল্লার মানুষকে ইতর বলে কেন জানেন?

অনলাইন ডেস্কঃ

কারন, কুমিল্লার মানুষ বৃটিশ আমল থেকেই খুব বুদ্ধিমান ছিল । তাই বৃটিশরা কুমিল্লাবাসিকে বলতো Information Technology Organizer (ITOR=ইতর) অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবস্থাপক
এ ছাড়াও, ব্রিটিশ শাসন আমলে অফিসের লোকবলের মধ্যে কুমিল্লা অন্ঞ্চলের লোকজন দক্ষতার পরিচয় দিয়ে থাকতেন এবং ব্রিটিশরা এ অন্ঞ্চলের লোকদের মধ্যে ৪টি গুন দেখতে পেয়েছেন।

1) Intellectuality
2) Talent
3) Obedience &
4) Reliability

এই চারটি শব্দের ১ম অক্ষর দিয়ে তৈরী করে কুমিল্লা অন্ঞ্চলের লোকদের ITOR বা ইতর বলে সম্বোধন করতো।

এই কথার মূল অর্থ হচ্ছে, কুমিল্লার মানুষ সারা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতো এবং বিভিন্ন দেশকে রাজনৈতিকভাবে সুসংঘটিত করতো। কুমিল্লা বাসী গর্ববোধ করা উচিৎ। কুমিল্লায় ইংরেজদের (বৃটিশ) গন কবর।

বর্তমান কুমিল্লা চট্টগ্রাম বিভাগের অধীন একটি জেলা। প্রাচীনকালে এটি সমতট জনপদের অন্তর্গত ছিল এবং পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়েছিল। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত মতের মধ্যে মোটামুটি গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায় চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াঙ কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত থেকে। তার বর্ণনায় কিয়া-মল-ঙ্কিয়া (Kiamolonkia) নামক যে স্থানের বিবরণ রয়েছে সেটি থেকে কমলাঙ্ক বা কুমিল্লার নামকরণ হয়েছে বলে পন্ডিতেরা অভিমত দিয়েছেন। এ অঞ্চলে প্রাপ্ত প্রাচীন নিদর্শন‍াদি থেকে যতদূর জানা যায় খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দী থেকে ত্রিপুরা গুপ্ত সম্রাটদের অধিকারভুক্ত ছিল। ঐতিহাসিকদের মতে সপ্তম থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলে বৌদ্ধ দেববংশ রাজত্ব করে। নবম শতাব্দীতে কুমিল্লা হরিকেলের রাজাগণের শাসনাধীনে আসে। প্রত্নপ্রমাণ হতে পাওয়া যায় যে, দশম হতে একাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রায় দেড়শ বছর এ অঞ্চল চন্দ্র রাজবংশ দ্বারা শাসিত হয়েছে।

মধ্যবর্তী সময়ে মোঘলদের দ্বারা শাসিত হওয়ার পরে ১৭৬৫ সালে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অধীনে আসে। রাজস্ব আদায়ের সুবিধার্থে কোম্পানী ১৭৬৯ খ্রিস্টাব্দ প্রদেশে একজন তত্ত্বাবধায়ক (Superintendent) নিয়োগ করে। তখন কুমিল্লা ঢাকা প্রদেশের অন্তর্গত ছিল। ১৭৭৬ খ্রিস্টাব্দে কুমিল্লাকে কালেক্টরের অধীন করা হয়। ১৭৯০ সালে ত্রিপুরা জেলা গঠনের মাধ্যমে ত্রিপুরা কালেক্টরেটের যাত্রা শুরু হয়। ১৭৯৩ সালে তৃতীয় রেগুলেশন (Regulation III) অনুযায়ী ত্রিপুরা জেলার জন্য একজন দেওয়ানি জজ নিযুক্ত করা হয় এবং সে বছরই তাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয়। ১৮৩৭ সালে ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের পদগুলিকে পৃথক করা হয়।

১৮৫৯ সালে আবার এই দুটি পদকে একত্রিত করা হয়। ১৯৪৭ সালে দেশ বিভাগের পরবর্তী সময়ে ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা এবং তখন থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর পদটির নামকরণ হয় জেলা প্রশাসক (Deputy Commissioner)। ১৯৮৪ সালে কুমিল্লার দু’টি মহকুমা চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াকে পৃথক জেলা হিসেবে পুনর্গঠন করা হয়।

দেশের বিভিন্ন আন্দোলনের সাথে কুমিল্লার সম্পৃক্ততার ইতিহাস খুবই সমৃদ্ধ। ১৭৬৪ সালে সমশের গাজীর নেতৃত্বে সংঘটিত ত্রিপুরার রাজাদের বিরুদ্ধে কৃষক আন্দোলন কুমিল্লার ইতিহাসে উজ্জ্বল ঘটনা।

প্রিন্স ওয়ালেসের ভারত ভ্রমণের প্রতিবাদে ২১ শে নভেম্বর ১৯২১ সালে দেশব্যাপী আহুত ধর্মঘটে কুমিল্লাবাসী সক্রিয় অংশ গ্রহণ করে। সে সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লায় অবস্থান করছিলেন এবং তিনি বিভিন্ন দেশাত্মবোধক গান ও কবিতা লিখে কুমিল্লার জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। গান্ধী অভয়াশ্রম নামের প্রতিষ্ঠানটি এসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্না গান্ধী কুমিল্লা ভ্রমণ করেন। ১৯৩১ সালে চৌদ্দগ্রাম উপজেলায় মোহিনী গ্রামের প্রায় চার হাজার চাষী রাজস্ব প্রদানের বিরুদ্ধে বিদ্রোহ করে। এসময় ব্রিটিশ গুর্খা সৈনিকরা বেপরোয়া গুলিবর্ষণ করলে চারজন চাষী প্রাণ হারান।

১৯৩২ সালে লাকসামের হাসনাবাদে কৃষকদের বিশাল মিছিলে গুলিবর্ষণ করা হলে বেশ কিছু লোক প্রাণ হারান। কুমিল্লার জনগণ কখনই কোন অন্যায় শোষনকে মেনে নেয়নি এবং সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে। যেসকল বীর এসব প্রতিবাদে প্রাণ উৎসর্গ করেছেন তাঁদেরকে কুমিল্লাবাসী গভীর শ্রদ্ধায় স্মরণ করে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কুমিল্লার জনগণ অংশগ্রহণ করেছে। কুমিল্লায় বেশ কয়েকটি স্থানে গণহত্যা সংঘটিত হয় যেমন, কুমিল্লা ক্যান্টনমেন্ট, লাকসাম, হোমনা, বেলতলী এবং রসুলপুর। বেতিয়ারা, মুদাফ্‌ফরগঞ্জ নগরিপাড়া, ক্যান্টনমেন্ট, কৃষ্ণপুর, ধনঞ্জয়, দিলাবাদ ও লাকসাম বিড়ি ফ্যাক্টরিতে গণকবরের সন্ধান পাওয়া যায়।

কুমিল্লার ঐতিহ্যবাহী অতীতের সাক্ষ্য বহন করছে এখানকার প্রত্নতাত্ত্বিক নির্দশনসমূহ। এ জেলার বেশ কয়েকটি স্থানে বহু মূল্যবান পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া গেছে। তেমনি এক ঐতিহাসিক স্থানের সন্ধান পাওয়া যায় লালমাই ময়নামতি পাহাড়ের ধ্বংসাবশেষ থেকে। এখনকার মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার চিহ্ন খুজেঁ পাওয়া গেছে। এ পাহাড়ের পুরাকীর্তিগুলোর মধ্যে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রামুড়া, রূপবান মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলোর পাহাড়, আনন্দবাজারের প্রাসাদসমূহ, চন্ডীমুড়া ইত্যাদি উল্লেখযোগ্য।

এসব স্থান হতে উদ্ধারকৃত প্রত্নসম্পদ যেমন মূর্তি, ধাতব তৈজসপত্র ও অন্যান্য নিদর্শনসমূহ বর্তমানে ময়নামতি জাদুঘরে রক্ষিত আছে। অন্যান্য ঐতিহাসিক নির্দশনের মধ্যে রয়েছে সপ্তরত্ন মন্দির (জগন্নাথমন্দির), শাহ সুজা মসজিদ, ধর্মসাগর, চন্ডীমাতার মন্দির (বরুড়াতে লালমাই পাহাড়ের উপরে অবস্থিত), চান্দলা শিবমন্দির (ব্রাহ্মণপাড়া, অষ্টাদশ শতাব্দী), সতিশালা জামে মসজিদ, শশীদলের পাঁচ পীরের মাজার, হরিমঙ্গল মাঠ, রামগর বড়মাঠ।