অধ্যক্ষের অপকর্ম ঢাকতে যুবদল নেতার নামে প্রোপাগান্ডার অভিযোগ
অধ্যক্ষের অপকর্ম ঢাকতে যুবদল নেতার নামে প্রোপাগান্ডার অভিযোগ
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
বরকোটা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন তার অনিয়ম দুর্নীতি ঢাকতে যুবদল নেতার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রুহুল আমিন বরকোটা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্টানে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।
তিনি বলেন, বরকোটা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্টানটির উন্নয়নে কাজ করে আসছে আমাদের পরিবার। কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন দুর্নীতির মাধ্যমে প্রতিষ্টান থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন যার প্রমাণ পেয়েছেন অডিট কমিটি । এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ দুদকে একটি অভিযোগ করেছেন। এখন পালিয়ে থেকে বহিরাগত ছাত্রদের দিয়ে আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে। মূলত আমি বরকোটা স্কুল এন্ড কলেজের গর্ভানিং বডির সভাপতি প্রার্থী হওয়ার কারণে অধ্যক্ষ জসীম উদ্দীন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া বরকোটা স্কুল এন্ড কলেজের সাবেক অভিভাবক প্রতিনিধি আবু বকর সিদ্দিক ধনু মিয়া।
অধ্যক্ষ জসিম উদ্দিন মুঠোফোনে বলেন, আমি পালিয়ে যাইনি। ছুটিতে আছি। আর আমার নামে দুদকে করা অভিযোগ প্রমানিত হলে চলমান আইনে সাজা মাথা পেতে নেব। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমার কোন রকমের সম্পৃক্ততা নেই।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার(ডিসেম্বর) বরকোটা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর ব্যানারে কলেজকে সন্ত্রাসমুক্ত করার দাবীতে বিক্ষোভ ও ঢাকা—চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে যুবদল নেতা রুহুল আমিনের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা।