আনন্দে উদ্বেলিত আদিনামুড়া হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:
নতুন জামা নতুন বই নতুন শিক্ষা সামগ্রীসহ খাদ্যদ্রব্য পেয়ে আনন্দে উদ্বেলিত কুমিল্লার লালমাইয়ের আদিনামুড়া হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ছাত্র ছাত্রীরা।
আদিনামুড়া হেফজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন মাদ্রাসা মেহমান খানা ও এতিমখানা কমপ্লেক্স এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম কিবরিয়া।
এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক কাওসার চৌধুরী, মাদ্রাসার হাফেজ রিয়াদ হোসেন রনি,মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,খন্দকার রিপন,মাদ্রাসা পরচালনা কমিটির নির্বাহী সদস্য খন্দকার আতিকুল ইসলাম ও মাদ্রাসার সদস্য বাতাইছড়ির আনসার আহমেদ আনছু।