আমি পারব না : হেলেন
বনিাদেন ডস্কে: ‘গেম রিটার্নস’ ছবিতে নায়িকা হিসেবে প্রথমে হেলেনকে নেওয়া হলেও পরে তিনি নিজেই সরে আসেন সেখান থেকে। গত ১ ফেব্রুয়ারি বিএফডিসিতে রয়েল খান পরিচালিত ছবিটির মহরত হয়। এতে নায়ক নিরবের বিপরীতে হেলেনের অভিনয় করার কথা ছিল। কিন্তু কেন তিনি হুট করে সরে দাঁড়ালেন, এ প্রশ্নের উত্তর দিয়েছেন হেলেন নিজেই।
হেলেন বলেন, ‘প্রথমেই বলে নিই, আমাকে এই ছবি থেকে বাদ দেওয়া হয়নি, আমি নিজেই বাদ দিয়েছি।’ এ কারণে মহরতেও যাননি হেলেন। তিনি বলেন, ‘আমার মনটা ওই দিন খুব খারাপ ছিল। কারণ, মহরতের দুদিন আগেই ব্যানারের ডিজাইন দেখি। সেখানে দ্বিতীয় নায়িকাকে হাইলাইট করে ব্যানার করা হয়েছে। আমি জানতে চাইলে পরিচালক রয়েল ভাই বলেন, প্রযোজকের ইচ্ছা। উনি এই ডিজাইন বসে থেকে করিয়েছেন, নায়িকার সঙ্গে প্রযোজকের ভালো সম্পর্ক। তুমি তো বোকা, প্রযোজকের সঙ্গে একটু যোগাযোগ রাখতে হয়। এসব শুনে আমার মনটা খারাপ হয়ে যায়। পরে আমি কক্সবাজার চলে যাই, সেখান থেকে বেড়িয়ে আসি। মহরতে আর যাইনি।’
এর আগে বাদ পড়া প্রসঙ্গে হেলেনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নায়ক নিরব। নিরব বলেছিলেন, ‘মহরতের আগে থেকেই হেলেনের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে আমাদের ইউনিটের অনেকেই। একদিন ফোন দিলে তিন দিন পর সে ফোন করে জানতে চায়, তাকে ফোন করেছিলাম কি না। ছবির মহরতে সে ছিল না, শুটিংয়ে তাকে ঠিকমতো পাব কি না, সে বিষয়ে পরিচালক চিন্তিত ছিলেন। আমাকে পরিচালক বললেন, যদি হেলেনকে নিয়ে কাজ করি তবে আমাকে বিষয়টি হ্যান্ডেল করতে হবে, যা আমি করতে রাজি হইনি। কারণ, ছবির হিরো হিসেবে আমার এমনিতেই অনেক দায়, নিজের অভিনয় নিয়েই আমি ব্যস্ত থাকতে চাই।’
নিরবের এই অভিযোগের জবাবে হেলেন বলেন, ‘ছবিতে যুক্ত হওয়ার পর যখনই আমাকে তারা ফোন করেছে বা ডেকেছে, আমি গিয়েছি। দু-একদিন কজের বিষয়ে কথা হওয়ার পর দেখি শুধু আড্ডা হচ্ছে, কাজের বিষয়ে কোনো কথা হয় না। বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, নম্বর দিয়ে বলে উনার সঙ্গে এক কাপ কফি খেয়ে আসো, এক ঘণ্টা আড্ডা দিলে এক লাখ টাকা দেবে। এসব দেখে আমার মেজাজ গরম হয়ে গেল। তাদের ফোন ধরাই বন্ধ করে দিলাম। আসলে আমি মডেলিং করি, নাটকে কাজ করি, শুটিংয়ের তারিখ ঠিক করা থাকে, শুটিং নিয়ে ব্যস্ত থাকি। একদিন পোশাক নিয়ে কথা হয়। কিন্তু নায়িকা হওয়ার জন্য দিনের পর দিন বাজে আড্ডা আমি দিতে পারব না। চলচ্চিত্রে নাকি সবাইকে তেলিয়ে অবস্থান তৈরি করতে হয়। আমি এত তেলাতে পারব না।’
নায়িকা নন, অভিনয়শিল্পী হিসেবেই আত্মপ্রকাশ করতে চান হেলেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই স্কুলে নাচ, গান, উপস্থাপনা সবই করেছি; কিন্তু অভিনয়টাই আমার পছন্দের। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে ফুল কমার্শিয়াল মুভিতে, প্রফেশনাল টিমের সঙ্গে অবশ্যই। আমি বিশ্বাস করি, যাঁরা চলচ্চিত্রকে ভালোবেসে ছবি নির্মাণ করেন, তাঁদের সঙ্গেই কাজ করতে আমার মতো শিল্পী বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ভালো একটা ছবি করলেও বেঁচে থাকা যায় হাজার বছর।’
‘গেম রিটার্নস’ ছবিতে বর্তমানে নিরবের বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা ও লাবণ্য।
এনটিভি