ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টায় নগরীর একটি হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, লাখো ছাত্রজনতার আন্দোলনের মধ্য দিয়ে জগদ্দল পাথর আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। হাজারো ছাত্র, আলেম-উলামা ও মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় দেশপ্রেমিক ছাত্রজনতার কাঙ্খীত নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
নেতৃবৃন্দ আরো বলেন,মুসলমানদের বিপদের কারণ অনৈক্য। ইসলাম কায়েমের জন্য ছোটখাটো মতভেদ ভুলে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধার মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। কাবা এক, রাসূল এক, কুরআন এক মৌলিক বিষয়গুলোতে সকল ইসলামী দল ও সংগঠনের মধ্যে ঐকমত্য তৈরী করে এগিয়ে যেতে হবে।
মতবিনিময় সভায় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন,,দক্ষিন জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট,উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন।
খেলাফত মজলিশের পক্ষে উপস্থিত ছিলেন,কুমিল্লা মহানগরীর সভাপতি মাও সৈয়দ আব্দুল কাদের জামাল, সেক্রেটারী মাও আমির হামজা, সহকারী সেক্রেটারী মাও শাহাদাত হোসেন শাহীন,দক্ষিণ জেলা সভাপতি মাও নূরুল আমিন, সেক্রেটারী ডা. যোবায়ের হোসেন মিয়াজী।
বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষথেকে উপস্থিত ছিলেন,কুমিল্লা পূর্ব জেলা সভাপতি মাও ওয়ালিউল্লাহ, সেক্রেটারী মাও মনিরুল ইসলাম,পশ্চিম জেলা সভাপতি মাও আবু ইউসুফ মুন্সি, মহানগর সভাপতি মাও সোলাইমান, সেক্রেটারী মাও হোসাইন। জমিয়তে উলামায়ে ইসলাম পক্ষে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগরীর সেক্রেটারী মাও মাহমুদুল হাসান জিহাদী।
মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন,জামায়াতের উত্তর জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার। কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে, কাউন্সিলর মোশারফ হোসাইন,মু কামারুজ্জামান সোহেল। মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন সবুজ,মহানগর জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার,উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া,জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।