উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক
উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করল বাংলালিংক
অনবদ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে একটি উদ্ভাবনী ডিজিটাল লাইফস্টাইল প্যাক ‘রাইজ’ চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক।
তরুণদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সরকারের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ‘রাইজ’ প্যাকটি চালু করা হয়েছে। এ প্যাকের মাধ্যমে তরুণরা রাইজ’ নামের এআই-সমৃদ্ধ অ্যাপে এক্সেস পাবে। যার মাধ্যমে এআই-সমর্থিত বিভিন্ন টুলস, ফিচার ও প্রয়োজনীয় রিসোর্সের মাধ্যমে নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।
এছাড়াও, ‘রাইজ’ প্যাকে রয়েছে বিশেষ ‘সীমাহীন ইন্টারনেট’ ফিচার। এ ফিচারের ফলে ব্যবহারকারীরা অব্যাহতভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, এ প্রিপেইড প্যাকেজে মেয়াদ থাকার সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ভলিউম শেষ হয়ে গেলেও ইন্টারনেট বন্ধ হবে না।
এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি’তে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‘রাইজ’ অ্যাপটির উদ্ভাবনী সকল ফিচার এবং এআই-সমর্থিত টুলস ও এর সম্ভাবনা সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্বনামধন্য অতিথিবৃন্দ, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অংশীদারেরা।
ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্কে ‘রাইজ’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহারকারীদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। অ্যাপটির অনন্য সব সুবিধার মধ্যে রয়েছে অফুরন্ত স্ট্রিমিং সেবা, ডিজিটাল কন্টেন্ট ও গেমিফিকেশন ফিচার। ‘রাইজ’-এ তরুণরা তাদের লাইফস্টাইলের জন্য প্রয়োজনীয় ও পছন্দের এসব সেবা উপভোগ করতে পারবেন সহজেই।
এ নিয়ে ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লো বলেন, “ভিওন প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি শুধু সবাইকে একে অপরের সাথে যুক্তই করবে না; পাশাপাশি, তাদের সম্ভাবনারও বিকাশ ঘটাবে। আমাদের গ্রাহকদের দিনের প্রতিটি মুহূর্তে এআই-সমৃদ্ধ প্রাসঙ্গিক সেবা প্রদানে আমরা ‘অগমেন্টেড ইন্টেলিজেন্স ১৪৪০’ (এআই১৪৪০) কৌশল গ্রহণ করেছি, যা ডিজিটাল সমাধান নিয়ে আসার মাধ্যমে মানুষের পেশাগত ও ব্যক্তিগত জীবনের মানোন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। আমাদের এ লক্ষ্য বাস্তবায়নে সুপার অ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘রাইজ’ অ্যাপের মাধ্যমে আমরা ডিজিটাল মাধ্যমে সংযুক্ত বাংলাদেশ গঠনে অবদান রাখতে চাই—যে বাংলাদেশ হবে সম্ভাবনাময় উদ্ভাবনী সব তরুণদের।”
বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস বলেন, “তরুণ প্রজন্মের ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতির অনন্য উদাহরণ এই ‘রাইজ’ অ্যাপ। আমরা অব্যাহতভাবে ডিজিটাল সেবা প্রদানে কাজ করে যাচ্ছি, যা পরবর্তী প্রজন্মের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। ‘রাইজ’ অ্যাপটিতে এআই-সমৃদ্ধ ফিচার যুক্ত করার ফলে, এ অ্যাপ দক্ষতার উন্নয়ন থেকে শুরু করে বিনোদন, লাইস্টাইলের সকল ক্ষেত্রে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিত করবে; যা ডিজিটাল-ফার্স্ট জেনারেশনের সাথে সামঞ্জস্যপূর্ণ।”
বাংলালিংক:
বাংলালিংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত।বাংলালিংক কানেক্টিভিটি সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ভিওনের প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত।