শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গুগলকে ২৭১ কোটি ডলার জরিমানা ইউরোপীয় ইউনিয়নের-দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৮, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

রেকর্ড পরিমাণ জরিমানার মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট গুগল। শপিং সার্চ রেজাল্টে কারসাজির মাধ্যমে নিজেদের পণ্য ওপরের দিকে দেখানোর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজের শপিং সার্ভিসকে বাড়তি সুবিধা দিচ্ছিল গুগল; যা দৃশ্যত অনৈতিক। এ ঘটনায় ২৬ জুন ২০১৭ মঙ্গলবার গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রতিষ্ঠানটির সাত বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর ইউরোপীয় সংস্করণ।

জরিমানা ছাড়াও এ ধরনের চর্চা থেকে সরে আসতে গুগলকে তিন মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

গুগলের প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে এক ডজনেরও বেশি অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নেয় ইইউ। অভিযোগকারীরা বলছেন, সার্চ ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের ক্ষতিগ্রস্ত করে বাজারে একচেটিয়া অবৈধ সুবিধা নিচ্ছে গুগলের পণ্যসামগ্রী। পরে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে ইউরোপীয় ইউনিয়ন।

এর আগে ২০১৫ সালেও গুগল সার্চের ফলাফলে কারসাজির অভিযোগ উঠেছিল। তখন এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে গুগলকে তিন মাস সময় দেওয়া হয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট বিষয়ক একজন কর্মকর্তা মারগ্রেথ ভেসটেগার। তিনি বলেন, গুগল যেটা করেছে ইউরোপীয় ইউনিয়নের অ্যান্টি ট্রাস্ট আইনে সেটা অবৈধ। নিজেদের সার্চ রেজাল্টে তারা অন্য প্রতষ্ঠানগুলোকে উপেক্ষা করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তারা ইউরোপীয় ইউনিয়নের ভোক্তাদের প্রকৃত তথ্য থেকে বঞ্চিত করেছে।

গুগলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ জরিমানার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, “আজকের ঘোষিত উপসংহারের প্রতি সম্মান রেখেই আমরা এর সঙ্গে ভিন্নমত পোষণ করছি। বিশদ পর্যালোচনার পর আমরা বিষয়টি নিয়ে আপিলের কথা বিবেচনা করছি।”

আর পড়তে পারেন