উপমহাদেশের সংগীত সাধক শচীনের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টার:
উপ-মহাদেশের সংগীত সাধক শচীন দেববর্মণের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় সুর সম্রাটের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।
শনিবার ( ১ অক্টোবর) সকালে ১০ টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় অবস্থিত উপমহাদেশের এ সুরসম্রাটের স্মৃতি বিজড়িত বাসভবনের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. তানভীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আফজাল হোসেন, জেলা কালচারার কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ প্রমুখ।