এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল সাকিব আল হাসানের

এবার যুক্তরাষ্ট্রেও কপাল পুড়ল সাকিব আল হাসানের
সময় সত্যিই নিষ্ঠুর। এক সময় বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়ানো সাকিব আল হাসানের জন্য এখন সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর বিপিএল, আইপিএল এবং কাউন্টি লিগ থেকেও তিনি বাদ পড়েছেন। সাকিবের দ্বিতীয় বাড়ি বলা হয় যুক্তরাষ্ট্রকে, সেখানেও তার জন্য খেলার সুযোগ মেলেনি। এবার সেখানেও তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি।
গতকাল মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এর দলগুলো আগামী মৌসুমের জন্য তাদের রিটেইন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা পায়নি গত মৌসুমে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান। নিলামের আগেই দলটি সাকিবকে আগামী মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে (রিলিজ)।
শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স মাত্র তিনজন বিদেশি খেলোয়াড়কে রেখেছে। দলটি সুনীল নারাইন, আন্দ্রে রাসেল এবং অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে রিটেইন করেছে। কিন্তু সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে।
গত মৌসুমে নাইট রাইডার্সের হয়ে সাকিব মাত্র চার ম্যাচ খেলেছিলেন। তিনি মাত্র একটি উইকেট নিয়েছিলেন এবং ব্যাট হাতে করেছিলেন ৬০ রান। এখন তিনি বোলিংও করতে পারছেন না, যা নাইট রাইডার্সের জন্য ব্যাটসম্যান সাকিবের প্রতি আগ্রহ কমিয়ে দিয়েছে।
তবে সাকিবকে ছেড়ে দিলেও এমএলসি ড্রাফটে এখনও তার সুযোগ আছে। কিন্তু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে সাকিবকে নিয়ে দলগুলো আগ্রহ দেখাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই প্রশ্নের উত্তর মিলতে পারে ১৯ ফেব্রুয়ারি, যেদিন এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সবশেষ সাকিবকে মাঠে দেখা গেছে গত বছরের নভেম্বরে, আবুধাবি টি-টেন লিগে। এর মধ্যে ভারতে লিজেন্ডস লিগে খেলার কথা থাকলেও সেখানে সুযোগ মেলেনি তার।