এমপি পদ ফেরত চাইলেন হিরো আলম

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে নতুন মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে আদালতের রায়ে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় দেন।
এ রায়ের প্রতিক্রিয়ায় আশরাফুল হোসেন আলম (হিরো আলম) সংসদ সদস্য পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি তুলে ধরে বলেন, “যেহেতু ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, তাই ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি এরই মধ্যে অনেক নির্যাতনের শিকার হয়েছি।”
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে হিরো আলম পেয়েছিলেন ৫ হাজার ৬০৯ ভোট।