শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০২৪
news-image

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেছে। আগামী ১১ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিততে মাঠে নামবে আজিজুল হাকিম তামিমের দল।

এদিকে, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজেদের সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশও সমান ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। তবে বাংলাদেশের পেসারদের দাপটে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে। ৩৭.২ ওভারে সব উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১১৬ রানে।

ফলে বাংলাদেশকে ফাইনালে পৌঁছানোর জন্য লক্ষ্য দাঁড়ায় ১১৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে চাপে পড়লেও, অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দৃঢ় ব্যাটিংয়ে তারা ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়। তামিম ৭ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

পাকিস্তানকে শুরু থেকেই চাপে ফেলে দেন বাংলাদেশের পেসাররা। মারুফ মৃধা প্রথম ওভারেই ওপেনার উসমান খানকে (০) আউট করেন। তারপর নিজের দ্বিতীয় ওভারে আরেক ওপেনার শাহজাইব খানকেও শূন্য রানে ফিরিয়ে দেন তিনি।

অধিনায়ক সাদ বেগ এবং মোহাম্মদ রিয়াজুল্লাহ চেষ্টা করলেও তাদের আউট হন ইকবাল হোসেন ইমনের বলে। ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান বিপর্যয়ের মুখে পড়ে। এরপর ফারহান ইউসুফ (৩২) ছাড়া আর কেউ লড়াই করতে পারেনি। পাকিস্তান সব উইকেট হারিয়ে ১১৬ রানে শেষ হয়। টাইগার পেসার ইকবাল হোসেন ইমন ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন এবং মারুফ মৃধা ২৩ রানে ২ উইকেট শিকার করেন।

১১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে কিছুটা চাপে পড়ে। দলীয় ২০ রানের মাথায় কামাল সিদ্দিকী শূন্য রানে আউট হয়ে যান। তারপর দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে, জাওয়াদ আবরার ২৫ বলে ১৭ রান করে ফিরে যান। তবে, অধিনায়ক তামিম এবং শিহাব জেমসের মঞ্চে তারা জয়ের পথে এগিয়ে যায়। শিহাব ২৮ রানে আউট হলেও তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল জিতে ফাইনালে পৌঁছায়।

আর পড়তে পারেন