কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩৫ জনকে ডাক দিলো বিসিবি

স্পোর্টস ডেস্কঃ
সোমবার থেকে শুরু হতে যাওয়া কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩৫ সদস্যের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম দিকে শোনা যাচ্ছিল কন্ডিশনিং ক্যাম্পে থাকবেন না টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। তবে অবশেষে অধিনায়ক মাশরাফিকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবি।
কন্ডিশনিং ক্যাম্পের জন্য ৩৫ সদস্যের স্কোয়াডঃ
মাশরাফি বিন মোর্তজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাদমান ইসলাম, জহিরুল ইসলাম, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রোমান, আফিফ হেসেন ধ্রুব, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক, ইয়াসির আলী চৌধুরী,নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, নাঈম শেখ, নাঈম হাসান, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মেহেদি হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।