কবিতা: আম্মু
আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০২৩

ইয়াছিন আরাফাত:
এই যে আম্মু,পরিণত বয়সেও
সহ্য কর আমার বাচ্চাদের মতো আচরণ,
কারণে, অকারণে, প্রসঙ্গে, অপ্রসঙ্গে, বিরক্ত করি,
কখনো কর না’তো বারণ।
তোমার সত্যবাদীতা, ধর্য, ক্ষমা, নিরহংকারী ভাব চেষ্টা করি হৃদয়ে করতে ধারণ।
আমি তোমার থেকে শিখি, কিভাবে হতে হয় অত্যন্ত ক্ষুদ্র বিষয়ে যতœবান ও অতি সাধারণ।
তুমি জান,কিভাবে অন্যরে চরম দুঃখেও খোঁজে দিতে হয়, জীবনে বেঁচে থাকার সুখের কারণ।