কবিতা: উদ্ভাসিত শিউলী

কবি এ কে সরকার শাওন:
জগলুর বক্ষে মানস চক্ষে
সহস্র ফুল ফোটে!
বিস্মিত সতত আবেগে আপ্লুত
নন্দিত বাণী তাঁর ঠোঁটে!
ডানে দোলে লাল গোলাপ
বায়ে শিউলী হাসে!
জগলুকে জিজ্ঞেস করে ওরা
“ভালো বাসো কারে?”
মানসী শিউলী গাছের কোলে
শত শিউলী দোলে;
গোলাপ নন্দিত অঙ্গন শোভিত
চিত্ত ডানা মেলে!
কী বলি গোলাপ না শিউলী
ওরা যেন রং তুলি!
কাকে ছেড়ে কাকে তুলি
ওঁদের ছাড়া জীবনটা ধূলি!
গোলাপ জেদি বলে নিরবধি
“আমিই আদ্যোপান্ত!
অভিশাপ রবে সর্বশান্ত হবে
আমি ছাড়া তুমি অন্ত!”
শিউলী কষ্টে বলে তুষ্টে,
“না হও তুমি অভিশপ্ত!
তোমায় ত্যাগি হবো বিবাগী
গোলাপী হোক পরিতৃপ্ত!’
অভিমানী শিউলী আঁচল তুলি
ফিরে গেলো কান্নায়!
প্রত্যুষে দেখি বায় শিউলী গড়ায়
আমাদের আঙ্গিনায়!
আশ্বিন কার্তিকে ফিরবে সে
মনে ছিলো বিশ্বাস!
অশ্রুজলে শিউলী তলে
দেখি শিউলীর লাশ!
শিউলীরা অমর চির ভাস্বর
মরেও ওরা হাসে!
সব প্রমিকের মনে মনে
মানসী হয়ে উদ্ভাসে!
কবিতাঃ মনে ভাস্বর শিউলী
কাব্যগ্রন্থঃ সজনী
এ কে সরকার শাওন।