শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: কৃতজ্ঞতা অফুরান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৯, ২০২২
news-image

এ কে সরকার শাওন:

আল্লাহ তোমার রহমতে
আমরা তো আছি বেশ;
সুন্দর আকাশ, নির্মল বাতাস,
সুসজ্জিত পরিবেশ!

শোকর করি অন্তরে স্মরি
সারাক্ষণ গাই গুনগান!
শ্যামল ভূতল মিষ্টি জল
কতো যে তোমার শান!

রহমত বর্ষো বৃষ্টি বর্ষনে,
ফুল ফসলও তোমার শান!
পিতা-মাতা, সন্তান-স্বজন
তোমার দান অফুরান!

জমি জিরাত, ধন-জ্ঞান
সব তোমারই দান;
সুখ-শান্তি, মান-সম্মান
সবই তোমার অবদান!

জীবন-সঙ্গী অঙ্গন-কানন
সবই তোমার বর!
তুমি দয়াময় তুমি রহমান
তুমিই পরমেশ্বর!

সূর্যের কিরণ সাগরের গর্জন
চাঁদের মায়াবী জ্যোছনা;
পাখীর গান ফুলের ঘ্রাণ
তোমার কুদরতির নমুনা!

বিশ্ব ব্রহ্মান্ডে দেখা অদেখা
তুমিই সৃজিছো সুমহান!
তোমার এবাদতে সিজদায়
সবার কৃতজ্ঞতা অফুরান

কবিতাঃ কৃতজ্ঞতা অফুরান
কাব্যগ্রন্থঃ হামদ
এ কে সরকার শাওন

আর পড়তে পারেন