কবিতা: সুন্দরী নারী

ইয়াছিন আরাফাত:
এই যে শুনুন সুন্দরী নারী,
প্রেম নয়, করব তোমায় বিয়ে,
বল না কোথায় তোমার বাড়ি?
বলে বুঝাতে পারব না ,
কতটা সুন্দর লাগতেছে তোমায়, পড়ে ঐ শাড়ি।
তোমার ঐ সৌন্দর্যে বিমোহিত হয়েছি,
নিয়েছো তুমি আমার মন কাড়ি।
দয়া করে নয়, ভালোবেসে ছেড়ে যেয়ো না,
তোমার সাথেই দিতে চাই সারাজীবন পাড়ি।
এই যে আমাকে ধরে প্রতিজ্ঞা কর,যাবা না কখনো ছাড়ি।
ভুলেও দিবা না কখনো আমার সাথে আড়ি।
লেখক: ইয়াছিন আরাফাত
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।