শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ছায়াবীথি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৬, ২০১৯
news-image

মো: নাসির হোসেন ঃ

আমার এই বিস্মিত চোখে
শব্দহীন ঝা ঝা রং
জোসনার রং উড়াই বাক্যের আবিরে
শব্দের শরীরে করি ডংডং।

মেঘে ভেসে আসে একটা চিঠি
গোটাকয়েক ভুল
নীল খামের সনে এসেছে
বিদিশার নেশাগ্রস্ত চুল।

ভাঙছে আকাশ, হচ্ছে বৃষ্টি
দিঘির বুকে উপচানো বিস্বাদ
বিস্বাদের ঘনত্ব জাহাজ ও মাস্তুলের সৃষ্টি।

কবিতায় লিখছি কাকের কাতর ছন্দ
লাউয়ের ডুগডুগি কাদাজলে হাবুডুবু খায়
চিত্রহীন অন্তমিলনের ঘুমঘুম শব্দে
ধূসর প্রেম দিঘির জলে চুমু বিলায়।

এভাবেই সাগরে মেঠোপথ হয়, হয় কবিতা
ইট পাথরের কোলঘেসে ঝরে পরে
কবির সব রুপক ব্যণ্জ্ঞনা
কবিতায় লেপ্টে থাকে কাঁচপোকা,
কতক কৃষ্ণ বর্ণ, নিঝর কাশবন।

গ্রহের ফেরে নক্ষত্র ঘরের এইসব
ছায়াবীথিই ছিল মেয়েটির কান্না।

-মো: নাসির হোসেন
কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়।