কাউন্সিলর আলমগীরকে গ্রেফতারের দাবিতে কোটবাড়ি চাঙ্গিনীতে মানববন্ধন
রকিবুল হাসান রকি :
কুমিল্লা মহানগরীর ২৩নং ওয়ার্ডের চাঙ্গিনী এলাকায় জুম্মার নামাজের পর ব্যবসায়ী মোঃ আক্তার হোসেনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতারের দাবিতে কোটবাড়ি চাঙ্গিনী মোড়ে রবিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৯ জুলাই) সকালে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে কয়েক’শ নারী-পুরুষ মানববন্ধনে অংশ গ্রহণ করে।
কাউন্সিলর মোঃ আলমগীর সহ পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদা বিদ্যায়াতনের সিনিয়র শিক্ষক শাহজান মাষ্টার, সাবেক মেম্বার চাঙ্গিনী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজ মেম্বার,২৩নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মনির হোসেন, ২৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ও নিহত আক্তার হোসেনের ছোট ভাই শাহজালাল আলাল, চাঙ্গিনী বাইতুন নূর জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান সাকিব, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, নিহত আক্তার হোসেনের মেয়ে শিরিনা আক্তার পলি প্রমুখ।









