শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২০
news-image

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে চান্দিনা পৌরসভার তুলাতুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চান্দিনা উপজেলার তুলাতলি গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে মো. শাহআলম (৪২) ও মো. তানভীর হোসেন (২০) অপরজন একই এলাকার মো. হোসেন মিয়া ছেলে রুবেল (২৫)।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ শাহ আলম জানান, সাজাপ্রাপ্তরা নিজের বসত ঘরে বসে মাদক সেবন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে আমরা সেখানে যাই। পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চান্দিনা থানা পুলিশের উপ-পরিদর্শক এস.আই মো. নোমান হোসেন, এস.আই মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

আর পড়তে পারেন