কাতারে কুলাউড়া উপজেলাবাসীর ইফতার

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ
প্রতি বছরের ন্যায় এবার ও “কাতারস্ত কুলাউড়া উপজেলাবাসীর” উদ্যোগে ২৪ মে শুক্রবার কাতারের মদিনা খলিফা পার্কে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ইফতার ও দোয়া মাহফিল প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়
উদযাপন কমিটির প্রধান মোহাম্মদ তবুর মিয়া ও মোহাম্মদ কবির আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ জাকির হোসেন এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল এইচ চৌধুরী
এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুর রউফ, আয়োজকবৃন্দের মধ্যে ছিলেন ফয়াজ খান, সাহেদ আহমদ সাদ, আফজাল মজুমদার, আব্দুস সালাম ফুল, দেলোয়ার হোসেন বক্স, লোকমান হোসেন, মাহাবুব আলম বাবুসহ অনেকেই।
উদযাপন কমিটির প্রধান প্রধান মোঃ তবুর মিয়া ও মোঃ কবির আলী বলেন প্রতিবারের ন্যায় এবার ও আমরা এই দোয়া ও ইফতারের আয়োজন করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং আপনাদের সকলের সতস্ফুর্ত উপস্থিতি আমাদের আগামীদিনে আরোও উৎসাহ দিবে, আমাদের এই আয়োজন সম্পুর্ন আল্লাহর সন্তুষ্টির জন্য।
পরে প্রবাসী বাংলাদেশীদের মঙ্গল কামনা দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ লিয়াকত আলী।