শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০২৪
news-image

কুবিতে নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মাসুদা কামাল

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রো ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল।

রবিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করে হয়, প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। এই পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়াও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক তারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য গত ২৮ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির পদত্যাগ করেন।

আর পড়তে পারেন