কুবিতে নতুন রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের
কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
মঙ্গলবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশসূত্রে জানা যায়, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদারকে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী কার্যালয়ে অভ্যন্তরীন ব্যবস্থাপনা পদ সহ বদলী করা হল। একই সাথে বলা হয়েছে, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু তাহেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চলতি দায়িত্ব প্রদান করা হল।
উল্লেখ্য, নবনিযুক্ত রেজিস্ট্রার ড. মোঃ আবু তাহের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি।