মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে কোটা সংস্কার ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৮, ২০১৮
news-image

কুবি প্রতিনিধিঃ
চলমান কোটা পদ্ধতি সংস্কার ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাঠালতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। “বঙ্গবন্ধুর বাংলাতে, নিয়োগ হবে মেধাতে” “বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই” এই ধরণের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। মানববন্ধনে বক্তারা বলেন, “১৯৭১ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, এখনও আমরা বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন করছি।” এই সময় আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যারেরও দাবি জানান তারা।

উল্ল্যেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ ও জনভোগান্তি সৃষ্টি করার দায়ে গত বুধবার শাহবাগ থানায় অজ্ঞাতনামা ৭০০জনের বিরুদ্ধে মামলা করা হয়।

আর পড়তে পারেন