কুবির অভয়ারণ্য’র নতুন কমিটি

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবশবাদীদের একমাত্র সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাতিব হাসান মুরাদ।
মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরাফাত রাফি, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইয়াসিন সুমাইয়া তাবাসসুম ও গুলশান মজুমদার সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সামিন সাদি
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন স্বাধীন, অর্থ সম্পাদক দীপ চৌধুরি, দপ্তর সম্পাদক রবীন্দ্রনাথ বর্মন, উপ-দপ্তর সম্পাদক ক্যাসিনো মারমা, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম নিলয়, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওয়াহিদ জামান, এমদাদুল হক, তামিম মিয়া, রঞ্জন ভৌমিক, আদনান আলম, সুদীপ চাকমা, একা তালুকদার ও মো: মেহেরাজ হোসেন।