মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৪, ২০২৩
news-image

 

কুবি প্রতিনিধি:

স্বাধীনতা পরবর্তী দেশের প্রথম অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সংখ্যালঘু নির্ভর মানবাধিকার সংগঠন, বীর উত্তম মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুদীপ্ত সরকার সূর্য ও সাধারণ সম্পাদক শিপন বাড়াইক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আহ্বায়ক হয়েছেন শ্রী অর্ণব সিংহ রায় এবং যুগ্ম-আহ্বায়ক হয়েছেন শ্রী তীর্থ প্রতিম ভৌমিক, শ্রী সজীব চন্দ্র দে, শ্রী প্রান্ত সরকার। সদস্য সচিব হয়েছেন শ্রী পিন্টু দাস।

নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শ্রী জয় রায়, শ্রী দিপ্ত কুমার দাস, শ্রী মিথুল চন্দ, শ্রী প্রান্ত মজুমদার, শ্রী উপম ব্যানার্জী অর্ঘ্য, শ্রী অজয় দেবনাথ, শ্রী কৃষান চক্রবর্তী, শ্রী প্রকাশ পাল, শ্রী সুষ্ময় দাস, শ্রী জয়েস দত্ত,শ্রী শ্রীলা দাস, শ্রী আকাশ রঞ্জন রায়, শ্রী স্বর্ণালী পাল, শ্রী ইভেন দত্ত জিৎ, শ্রী সুদীপ্ত পাল, শ্রী প্রদিপ আচার্য্য নিরব,শ্রী গৌরব দাস,শ্রী পলাশ সরকার, শ্রী সিমন চন্দ্র দাস, শ্রী প্রণব চন্দ্র দাস, শ্রী রুহি পাবন বর্মন, শ্রী পার্থ মজুমদার।

উল্লেখ্য অত্র আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আর পড়তে পারেন