কুবি বিএনসিসি প্লাটুনের ৬ সদস্য পেল পদোন্নতি

কুবি প্রতিনিধি:
জ্ঞান ও শৃঙ্খলা মূলমন্ত্রে দীক্ষিত এবং স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ছয় জন ক্যাডেট পদোন্নতি লাভ করেছেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুবি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মো: সামিন বখশ সাদী।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন মো: তালহা জুবায়ের (ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল ), শাহিন মিয়া, ক্যাডেট দিনেশ বসু চাকমা, ক্যাডেট রেজাউল করিম সিয়াম,অন্তা চাকমা ও মারজান আক্তার (ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল)।
জানা যায়, গত ৩ আগস্ট (বৃহস্পতিবার) ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষার প্রথম ধাপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৪ আগস্ট (শুক্রবার) দ্বিতীয় ধাপ ড্রিল পরীক্ষা ও সর্বশেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদোন্নতি প্রাপ্ত ক্যাডেটরা এ সকল প্রক্রিয়ার মাধ্যমেই নির্বাচিত হয়।