কুবি মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি জাহিদ, সম্পাদক রাকিব
শাহাদাত বিপ্লব,কুবিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মুরাদনগর উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের’ নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে এ কমিটি গঠন করা হয়।
ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এছাড়া নতুন কমিটিতে সহ-সভাপতি পদে কাউসার আল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনকে মনোনীত করা হয়।
নবীন বরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের প্রভাষক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সাবেক আহ্বায়ক সেলিম রেজা, সদ্য বিদায়ী সভাপতি শরিফ নুর তুষার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনটির বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেন।
উল্লেখ্য, নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।