কুবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মে) সন্ধ্যায় শিক্ষক লাউঞ্জে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্ছালনায় ও সাংবাদিক সমিতির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ ও শিক্ষকবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল্লাহ, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনসিসি, রোভারস্কাউট, সায়েন্স ক্লাব, আইটি সোসাইটি, বন্ধুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. খলিলুর রহমান।