বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লাতে সূর্যের দেখা মেলেনি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লায় আজ সোমবার দিনভর সূর্যের দেখা মেলেনি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঠান্ডায় কাবু হয়ে পড়ে নগরবাসী।

সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় কুমিল্লায় এবং আশপাশের এলাকায়। এতে ঠান্ডা বেড়ে যায়। আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিড়ম্বনায় পড়তে হয় অফিসগামী মানুষকে। অনেককে ছাতা মাথায় চলতে দেখা যায়।

শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন নগরীর ফুটপাতের দোকানগুলোতে। এজন্য সকাল থেকে নগরীর রাজগঞ্জ এলাকায় পুরনো শীতবস্ত্রের দোকানগুলোতে বেচা-কেনা জমে উঠেছে আজ। সাধ ও সাধ্য অনুযায়ী সবাই গরম কাপড় কিনছেন।

আর পড়তে পারেন