শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টে কালিকাপুর আব্দুল মতিন খসরু কলেজ চ্যাম্পিয়ন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২৫
news-image

 

হাবিবুর রহমান মুন্না:
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুড়িচংয়ের কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ১-০ গোলে চান্দিনার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনাল খেলা শুরু হয়।

মেহরাজের একমাত্র গোলে কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজ ফাইনালে চ্যাম্পিয়ন হন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক পঙ্কজ বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহসান উল্লাহ স্বপন ও কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু,  কুমিল্লা শিক্ষাবোর্ডের ক্রীড়া কর্মকর্তা সায়েম প্রমুখ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের খেলোয়াড় আলামিন এবং সর্বোচ্চ ৪ গোল করে সেরা গোলদাতা হয়েছেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের মেহরাজ।

এই টুর্নামেন্ট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করেছেন।

আর পড়তে পারেন