শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আবারও ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০২৪
news-image

কুমিল্লায় আবারও ৮৫০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার আদর্শ সদর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আবারও ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি ১০ এর একটি টহল দল। রবিবার (১৫ই সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে চোরাচালানের বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ইলিশ মাছ জব্দ করা হয়।

ইলিশ মাছ জব্দ করার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছে কুমিল্লা বিজিবি ১০।

বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে বিজিবি ১০ এর কটকবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়ার সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লক্ষ বায়ান্ন হাজার টাকা বিক্রি করা হয়।

এর আগে ১৩ই সেপ্টেম্বর শুক্রবার কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭ টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লাখ আটষট্টি হাজার টাকা বিক্রি করে।

এই ছাড়া ১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবির বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের খারেরা বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ৩১ টি প্লাস্টিকের বস্তায় ৬২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে নিলামের মাধ্যমে নয় লক্ষ বিরানব্বই হাজার টাকা বিক্রি করা হয়।

আর পড়তে পারেন