কুমিল্লায় এবারের এসএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশী

কুমিল্লা শিক্ষাবোর্ডে ৬টি জেলার ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থীকে নিয়ে আজ ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৭০ হাজার ১৫০ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৩০ জন জন ছাত্রী রয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী পরীক্ষার্থী বেশী।
কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬টি জেলা নোয়াখালী, ফেণী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩ টি কেন্দ্রের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা পরিক্ষায় অংশ গ্রহণ করছে।
পরীক্ষার প্রথম দিনে কুমিল্লার জেলা প্রশাসকে মোঃ আমিরুল কায়সার কুমিল্লা জিলা স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম, কুমিল্লার পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন।
পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিনুল কায়সার সাংবাদিকদের বলেন- জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠু ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা হবে। নিবিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্যে জেলা প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কেন্দ্রের ২শগজ এলাকায় ১৪৪ধারা জারি করেছে প্রশাসন।