কুমিল্লায় দেখা নেই ট্রাফিক পুলিশ; যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা
পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মবিরতির কারণে কুমিল্লা নাগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই যানজট নিরসনে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে নগরীর কান্দিরপার, রাজগঞ্জ, চকবাজার, মোগলটুলি ফৌজদারি, পুলিশ লাইনস, শাসনগাছা, সালাউদ্দিন মোড়, টমচমব্রীজ, পদুয়ার বাজার সহ নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করছেন।
এ সময় দায়িত্বরত শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালানো এবং সিরিয়াল মানতে অনুরোধ করেন।
কান্দিরপার থেকে পদুয়ার বাজার যাওয়া যাত্রী আনোয়ার ইসলাম দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, ছাত্রছাত্রীদের এমন ভূমিকায় সত্যিই মুগ্ধ হয়েছি। রাস্তায় অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে। বিগত দিনে ট্রাফিক পুলিশরা বিভিন্ন ধাপে জিবির টাকার আদায় করা পর যেটা পারে নাই কিন্তু শিক্ষার্থীরা স্বেচ্ছায় কাজ করে নিয়ন্ত্রণ করতেছে।
অটোরিকশাচালক সোহেল আহমেদ বলেন, ‘ছাত্রছাত্রীরা সবাইকে শৃঙ্খলার মধ্যে চলতে অনুরোধ করছেন। তাদের সুন্দর ব্যবহার শালীন আচরণে সবাই খুব খুশি।
সিএনজি চালক আব্দুল মতিন বলেন, অনেকদিন পর শৃঙ্খলার মধ্যে শহরে সিএনজি চালাতে পারতেছি। শিক্ষার্থীদের আচরণ সত্যিই আমি মুগ্ধ করছে।
নগরীর কান্দিরপার ট্রাফিক চত্বরে দায়িত্বে থাকা শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, নগরীতে ট্রাফিক পুলিশ নেই তাতে কি হয়েছে, আমরা রাজপথে এতদিন ধরে আন্দোলন করেছি। তাতে চালকদের ও জনসাধারণকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা এখন যানজট নিরসন ও দুর্ভোগ দূরীকরণে কাজ করছি।
টমচমব্রীজ স্থানে দায়িত্ব পালন পালনকারী শিক্ষার্থী তানভীর হোসেন বলেন, আমাদের দেশ আমরা নতুন করে সাজাতে চাই। যতদিন ট্রাফিক পুলিশ কাজে না ফিরবে ততদিন আমরা নগরীর রাস্তা গুলোতে যানজট নিরসনে কাজ করব এবং মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে যাবো।
বিডি ক্লিন কুমিল্লার শাহ আরেফিন ও আইটি এন্ড মিডিয়ার দায়িত্বে থাকা উপ-সমন্বয়ক বলেন, ছাত্রদের এই দেশ সংস্কারের আয়োজন যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কাজ চলমান থাকবে। ছাত্র-ছাত্রীদের সাথে সমন্বয় করে আমাদের বেশ কয়েকটি ইউনিট মাঠে কাজ করছে কেউ ট্রাফিকের দায়িত্বে কেউ বাজার মনিটরিং করছে যেনো দ্রব্যমূল্যে দাম নিয়ন্ত্রণ থাকে। আমাদের এই কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ আমরা পথচারী থেকে শুরু করে চালক সহ অন্যান্য সকলে সহযোগিতা কামনা করছি যেনো আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারি।