কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত
কুমিল্লায় বিশ্ব মান দিবস ২০২৪ পালিত
সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মানে মান এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় বিশ্ব মান দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (বি এস টি আই) এর উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত ৫৫তম বিশ্ব মান দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামছুল তাবরীজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার রেজা মোহাম্মদ সারোয়ার আকবর, ভোক্তা অধিকার দপ্তরের সহকারি পরিচালক আছাদুল ইসলাম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আলমগীর খান, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিনসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ।
উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।