শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে জাল সনদ বিক্রির অভিযোগে ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৮, ২০১৭
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে থেকে দুইটি দোকান থেকে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৮ জুলাই) রাতে সদর দক্ষিণ থানার অর্ন্তগত ইপিজেড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।


আটক হওয়া তিনজন হলেন, আয়ন স্টুডিওর পরিচালক সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফয়সল (২৫) এবং রং ধনু স্টুডিওর পরিচালক সাইদুর রহমানের ছেলে মামুন (২০) ও তার বন্ধু রাফি (১৯)।
স্থানীয় সূত্র জানান, ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত আকবর সুপার মার্কেটের আয়ন স্টুডিওর পরিচালক ফয়সল এবং রংধনু স্টুডিওর পরিচালক মামুন ও তার বন্ধু রাফি দীর্ঘদিন ধরে স্টুডিও ব্যবসার আড়ালে এসএসসি ও এইচএসসির জাল সার্টিফিকেটের ব্যবসা করে আসছিল।
আজ বিকেলে সদর দক্ষিণ থানার দুইজন উপ-পরিদর্শক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে এবং তাদের ব্যবহৃত কম্পিউটার জব্দ করে।
কুমিল্লার সদর দক্ষিণে জাল সনদ বিক্রির অভিযোগে ৩ জন আটক
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টি ফোর.কম,কুমিল্লাঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে থেকে দুইটি দোকান থেকে জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৮ জুলাই) রাতে সদর দক্ষিণ থানার অর্ন্তগত ইপিজেড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আজিজুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া তিনজন হলেন, আয়ন স্টুডিওর পরিচালক সদর দক্ষিণ উপজেলার উনাইসার গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ফয়সল (২৫) এবং রং ধনু স্টুডিওর পরিচালক সাইদুর রহমানের ছেলে মামুন (২০) ও তার বন্ধু রাফি (১৯)।
স্থানীয় সূত্র জানান, ইপিজেড পুলিশ ফাঁড়ির সামনে অবস্থিত আকবর সুপার মার্কেটের আয়ন স্টুডিওর পরিচালক ফয়সল এবং রংধনু স্টুডিওর পরিচালক মামুন ও তার বন্ধু রাফি দীর্ঘদিন ধরে স্টুডিও ব্যবসার আড়ালে এসএসসি ও এইচএসসির জাল সার্টিফিকেটের ব্যবসা করে আসছিল।
আজ বিকেলে সদর দক্ষিণ থানার দুইজন উপ-পরিদর্শক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে এবং তাদের ব্যবহৃত কম্পিউটার জব্দ করে।

আর পড়তে পারেন