শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার করেছে যৌথবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২৪
news-image

কুমিল্লায় শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার করেছে যৌথবাহিনী

স্টাফ রিপোর্টার:

আল আমিন, কুমিল্লার শহরে তার পাপের সাম্রাজ্য এতটাই বিস্তৃত যে, শিশু থেকে বৃদ্ধ সবার কাছে তিনি ‘ভয়ংকর কিলার’ হিসেবে পরিচিত।

শুক্রবার ( ২২ নভেম্বর) সকালে আদর্শ সদর উপজেলার জগনাথপুর ইউনিয়নের জগনাথ মন্দির এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি অন্ত্রসহ চার রাউন্ড কার্তুজসহ গ্রেফতার এই শীর্ষ সন্ত্রাসী আল আমিন কে গ্রেফতার করেন যৌথবাহিনী। সে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকার মো. ইদু মিয়ার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে র‍্যাব-১১ সহ আল- আমিনকে গ্রেফতারের চেষ্টা করছি। অবশেষে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আল আমিন, কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর গুলিবর্ষণেরও তথ্য পাওয়া যায়। আমরা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় নতুন করে একটি অস্ত্র মামলা করা হয়েছে।

 

উল্লেখ্য আল আমিনের বিরুদ্ধে ছিনতাই, সন্ত্রাস, ধর্ষণ, ব্যাংক লুট ও ডাকাতি, দখল, চাঁদাবাজি, লুটতরাজ, অন্ত্র মামলাসহ ২৬ টি মামলার রয়েছে।  সর্বশেষ ৩ আগস্ট ছাত্র অভ্যুত্থান চলাকালে কুমিল্লায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে এই আল আমিন।

আর পড়তে পারেন