কুমিল্লায় সাবেক আইজিপি শহিদুল হকের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর
কুমিল্লায় সাবেক আইজিপি শহিদুল হকের আবারও ২ দিনের রিমান্ড মঞ্জুর
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক এবং সাবেক যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দু’দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আবারও আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত ছিলেন। দুপুর ২টায় আসামিদের আনার কথা থাকলেও আড়াই ঘণ্টা বিলম্বে তাদের আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানান, তদন্ত কর্মকর্তা আসামিদের আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত আপাতত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, মামলার অভিযুক্তদের সাধারণ আসামি হিসেবে আমলে নিয়ে বিচার প্রক্রিয়া পরিচালনার দাবি জানানো হয়েছে এবং বাকি আসামিদেরও গ্রেপ্তার করার দাবি করা হয়েছে।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় আটজনের মৃত্যু হয়। ওই ঘটনায় তৎকালীন পুলিশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৬৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছিল। তবে, গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর একই ঘটনায় বাসের তত্ত্বাবধায়ক আবুল খায়ের পাল্টা মামলা করেন, যাতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ মোট ১৯০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন।