কুমিল্লার আকাশে সূর্য এ কোন রূপে ? চারদিকে উৎসুক জনতার পর্যবেক্ষণ
আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৯, ২০২০

স্টাফ রিপোর্টারঃ
সূর্যের প্রতিদিনকার যে চিরাচরিত রূপ। আজকের দিনে তা ভিন্ন রূপে দেখা মিলেছে কুমিল্লার আকাশে। এ নিয়ে মানুষের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
উৎসুক জনতা বেশ আগ্রহ সহকারে দেখছে আজকের ভিন্নরূপে দেখা দেওয়া সেই সূর্যকে।
সকাল থেকেই রঙ্গিণ রংধনু সূর্যের চারপাশে ঘিরে রেছেছে। এছাড়া সূর্যকে ঘিরে রেখেছে মেঘাচ্ছন্ন আবরণ। এ যেন সূর্যের নতুন রূপ। নতুন চেহারা। সবাই বলছে- এ কোন রূপ সূর্যের। পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে ?