কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কুমিল্লায় বজ্রপাতে নুর ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়লই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আমড়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কামাল উদ্দিন জানান, যশপুর গ্রামের মঞ্জিল মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন নুর ইসলাম। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।