সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার কোতয়ালি থেকে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০১৯
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন রেল ষ্টেশন এলাকায় র‌্যাব-১১, সিপিসি-২ শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মোঃ আলমগীর হোসেন (২২) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।তখন তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে।

জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আসামী আলমগীর দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকায় মাদক ব্যবসা সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার জব্দকৃত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন লোকদের সাথে মাদক ব্যবসা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করত বলে স্বীকার করেছে।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আর পড়তে পারেন