কুমিল্লার চাঁনপুর ব্রিজ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন আটক
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় প্রাইভেটকারে করে পরিবহনকালে বিপুল পরিমাণ গাঁজাসহ মো: আরমান (৩২) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২।
সোমবার (১৮ জানুয়ারি) সকালে চাঁনপুর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ি মো: আরমান কুমিল্লার কালিকাপুর গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ি দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।