কুমিল্লার চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে মৃতের দাফন করল ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম

স্টাফ রিপোর্টারঃ
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া কুমিল্লা চান্দিনার রারিরচরের তমিজ উদ্দিনের জানাজা শেষে দাফন সম্পন্ন করলো ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় চান্দিনার রারিরচরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের লিটন সরকারের নেতৃত্বে গঠিত ১০১ সদস্যের স্বেচ্ছাসেবী টিম দাফনের মধ্যে ১১ তম মরদেহের জানাজা শেষে দাফন সম্পন্ন করে।
করোন ভাইরাসে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের আত্মীয়-স্বজনরা যখন এগিয়ে আসে না, এ রকম পরিস্থিতিতে এ টিম মরদেহের দাফন সম্পন্ন করে।