কুমিল্লার তিতাসে মাদক ব্যবসায়ির সাথে প্রবাসী আটক

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খোসকান্দি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ি রিপনকে নারন্দিয়া উপজেলা থেকে সোমবার (১৫ জুলাই) রাতে আটক করে পুলিশ। রিপনকে ধরতে গিয়ে সন্দেহমূলকভাবে দুই প্রবাসীকেও আটক করা হয়।
মাদক ব্যবসায়ি রিপন খোসকান্দি গ্রামের মোশারফ মিয়ার ছেলে।
আটককৃত দুই প্রবাসী একই গ্রামের বাহরাইন প্রবাসী জব্বর মোল্লার ছেলে আবু কালাম এবং সৌদি প্রবাসী আমীর হোসেনের ছেলে মুক্তার হোসেন।
তিতাস থানার এএসআই মোঃ সোহেল জানান, রিপন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার কাছ থেকে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আগেও তাকে ধরার জন্য কয়েকবার অভিযান চালানো হয়েছিল।
আর বাকি দুইজনকে সন্দেহমূলক আনা হয়েছিল। তাদের কাগজপত্র দেখে সকালে ছেড়ে দেয়া হয়েছে।