কুমিল্লার বরুড়ায় কার্জন খাল থেকে ভাসমান লাশ উদ্ধার

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের কবাড়িয়া বাজার সড়কের মুগগাঁও (দক্ষিণ পাড়া) বাঁশের পুলের পাশে কার্জন খালে ভাসামান সুমন মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় স্থানীয়রা কার্জন খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে বরুড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে থানায় নিয়ে যায়।
নিহত সুমন মিয়া বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের মুগগাও গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।
বরুড়া থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মেহেদী জানান, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের আত্নীয় স্বজন থানায় আসতেছে।তারা আসার পর মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।