কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদেশি মদসহ গ্রেফতার জামাল মিয়া
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১৫ বোতল বিদেশি মদসহ জামাল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইউনুছ মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, শনিবার রাতে উপজেলার ব্রাহ্মণপাড়া-মিরপুর সড়কের পাকা রাস্তার ওপর থেকে ১৫ বোতল বিদেশি মদসহ জামাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে আসামিকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।