কুমিল্লার রাজমঙ্গলপুর এলাকা থেকে বিভিন্ন মাদকসহ ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর এলাকা থেকে ৪২ বোতল ফেন্সিডিল, ১২ বোতল বিদেশী মদ এবং ৩ ক্যান বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৫ রাতে রাজমঙ্গলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লা সদরের রাজমঙ্গলপুর গ্রামের মোঃ কালো মিয়ার ছেলে মোঃ আবুল হাশেম(৪০)।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।